আমুদরিয়া নিউজ: প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে সারা বিশ্বের অভিনেতা অভিনেত্রীদের দেখা যায় ইউনিক পোশাক পরে আসতে। ব্যতিক্রম হয়নি এবারও। গত আট দিনে ভারতীয় বিনোদুনিয়ার একাধিক শিল্পীকে দেখা গিয়েছে কান-এর রেড কার্পেটে নজরকাড়া লুকে। সেই তালিকায় যেমন শাহরুখ খান, অনুপম খের, শর্মিলা ঠাকুর, সিমি গরিওয়ালেরা রয়েছেন তেমনই আবার জাহ্নবী কাপুর, করণ জোহর, বীর পাহাড়িয়া, ইশান খট্টর, উর্বশী রাওতেলা, ন্যান্সি ত্যাগীরাও রয়েছেন। এবার সেই আন্তর্জাতিক মঞ্চেই মোদি নেকলেস পরে তাক লাগালেন রুচি গুজ্জর। রাজস্থানি বধূবেশে লেহেঙ্গার সঙ্গে ঐতিহ্যবাহী কুন্দন গয়না পরে কানের রেড কার্পেটে তাক লাগিয়েছেন রুচি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে রুচির গলায় থাকা নেকলেসটিই। গলাজুড়ে থাকা নেকলেসটিতে পদ্মফুলের মতো লকেটে ছিল মোদির মুখ। আর এই সাজের জন্য রুচিকে নিয়ে চর্চার শেষ নেই। কিন্তু কে এই তরুণী? রুচি গুজ্জর আদতে মডেল-অভিনেত্রী। ২০২৩ সালে হরিয়ানার এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন রুচি। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি। ২-৩টি মিউজিক ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে। জানা গিয়েছে, বলিউডের থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে বেশি আগ্রহী এই ভারতীয় তরুণী।
