আমুদরিয়া নিউজ: নিউ ইয়র্ক শহরের মেয়র পদে যোগ্যতা অর্জন করেছেন চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। নিউইয়র্ক সিটি মেয়র পদের ডেমোক্র্যাট প্রাইমারিতে ৯০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে রয়েছেন ৩৩ বছর বয়সি জোহারান মামদানি। তিনি পেয়েছেন ৪৩.৫ শতাংশ ভোট। এবার চূড়ান্ত পর্যায়ে জয়ী হলে জোহরানই হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নভেম্বরে। মূলত প্রাইমারি-ই মেয়র নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে। সূত্রের খবর, চূড়ান্ত ভোটগণনা আগামী সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। এদিকে মামদানির নিউ ইয়র্কের মেয়র পদে জয়লাভের সম্ভাবনা জোরদার হতেই তাঁকে আক্রমণ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘ডেমোক্র্যাটরা সব সীমা অতিক্রম করেছে। মামদানি ১০০ শতাংশ একটা পাগল কমিউনিস্ট। নিউইয়র্কে মেয়র পদে প্রার্থী মনোনীত হয়েছেন। দেশে আগেও উগ্র বামপন্থীরা ছিল, কিন্তু এটা একটু বেশি হাস্যকর হয়ে উঠছে। মামদানি আগাগোড়া একটা বোকা লোক। তাঁকে দেখতে ভয়ঙ্কর। কথা বলতে গেলে ওর গলা কাঁপে।’
