আমুদরিয়া নিউজ: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করেছে জঙ্গিরা। এরপরই সীমান্তে টহলদারি বাড়ায় বিএসএফ। সেই কাজ করতে গিয়ে ‘ভুল করে’ পাক ভূখণ্ডে ঢুকে নিখোঁজ হয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। গত ১৪ দিন ধরে খোঁজ নেই তাঁর। সম্ভবত পাক রেঞ্জার্স বন্দি করেছে তাঁকে।
স্বামীকে ফেরাতে বিএসএফের হেড কোয়ার্টারেও গিয়েছিলেন পুর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। কিন্তু ‘অপারেশন সিঁদুর’-এর সিঁদুরে মেঘ দেখছেন গোটা পরিবার। স্বামীর চিন্তায় দু’চোখে জল নিয়ে রজনী বলছেন, “এখন আর আশা দেখছি না। যুদ্ধ বেঁধে গিয়েছে। এখন পাকিস্তান আর হয়ত ছাড়বে না।” পহেলগাঁও হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। সেইমতো মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হযেছে পাকিস্তানের তরফেও।