আমুদরিয়া নিউজ : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় তিন বছর পর অবশেষে জামিনে মুক্ত হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করে জানায়, তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় তাঁকে সহযোগিতা করতে হবে। ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেল তৈরির সময় তিনি দায়িত্বে ছিলেন এবং বেআইনি নিয়োগে ভূমিকার অভিযোগে ২০২২ সালে সিবিআই তাঁকে গ্রেফতার করে। ইডির মামলায় আগেই জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এতদিন জেলেই ছিলেন তিনি।