আমুদরিয়া নিউজ : দেশের নানা এলাকা থেকে বাবরি মসজিদের শিলান্যাসের সময়ে রাখা হুমায়ুন কবীরের দানবাক্সে প্রায় সাড়ে ৩ কোটি টাকা জমা পড়েছে। হুমায়ুনের অ্যাকাউন্টে বিদেশ থেকেও সাহায্য ঢুকছে। বিদেশ থেকে টাকা জমা করার একটা উর্ধ্বসীমা রয়েছে। সেটা পেরিয়ে য়াওয়ায় হুয়ামুন কবীরের কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ব্যাঙ্ক। সেই প্রসঙ্গে হুমায়ুন সাংবাদিকদের জানিয়েছেন।