আমুদরিয়া নিউজ : ইমরান খান বেঁচে আছেন। জেলে তাঁর সঙ্গে বোনের সাক্ষাতের পরে বিষয়টি মেনেছে অনুগামীরা। কিন্তু, এর পরেই ইমরানের বোন বিস্ফোরক মন্তব্য করেছেন। বোন দাবি করেছেন, আদিয়ালা জেলে কথাবার্তার সময়ে ইমরান জানিেয়ছেন, তাঁণর কাছে খবর আছে, পাক সেনা প্রধান মুনির ভারতের সহ্গে যুদ্ধ চান। পিটিআইয়ের শীর্ষ নেতা ইমরানের সন্দেহ, মুনিরের মাথার ঠিক নেই। পাক সেনাপ্রধানের প্রতিক্রিয়া এখনও সংবাদ মাধ্যমে দেখা যায়নি।