আমুদরিয়া নিউজ : নিউইয়র্কে নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। তাঁর ট্রানজিশন দল জানিয়েছে, নিউইয়র্কের সরকারি পোর্টালে চাকরির আবেদন গ্রহণ করা হচ্ছে। সেখানে মামদানির প্রশাসনে নানা স্তরের কর্মীদের নিয়োগ করা হবে। সে জন্য ৫০ হাজারের বেশি চাকরিপ্রার্থী মামদানির সঙ্গে কাজের জন্য আবেদন করেন। এই ঘটনা জানিযে মামদানি এক বিবৃতিতে বলেছেন, ‘এটা একটা উদ্দীপনার ফসল। আসলে এই আন্দোলন মানুষকে বিশ্বাস করিয়েছে যে সরকার কর্মজীবী মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে চাইলে দিতে পারে। এটি নিউইয়র্কের মানুষের আন্দোলনের ফলেই সম্ভব হয়েছে। আমাদের প্রশাসন সেটা করে দেখাবে। আগামী বছরের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন মামদানি।