আমুদরিয়া নিউজ : নকশালবাড়ির মধ্য কোটিয়াজোতে শক্তিকেন্দ্র বৈঠকে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনাী করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিজেপি নেতা বিপ্লব দেব। তাঁর কথায়, বাংলাকে তৃণমূলের হাত থেকে উদ্ধার করতে চাইছে এখানকার মানুষ। এটা বিজেপির নির্বাচন নয় সাধারণ মানুষের মুক্তির নির্বাচন। মুখ্যমন্ত্রীর বাংলার উন্নতির বিষয়ে কোনো চিন্তা নেই বলে সমাচোনা করেন তিনি। বৈঠকে সাংসদ রাজু বিস্তা, বিধায়ক আনন্দময় বর্মন, জেলা নির্বাচন পর্যবেক্ষক বাপি গোস্বামী, জেলা সভাপতি অরুণ মন্ডল উপস্থিত ছিলেন।