আমুদরিয়া নিউজ : নতুন জীবনের পথে পা বাড়ালেন জন বার্লা। ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রথম স্ত্রী মহিমা বার্লার প্রয়াণের পর দীর্ঘদিন নিঃসঙ্গতায় কাটিয়েছে তিনি। এরপরই উত্তরবঙ্গের দলগাঁও চা বাগানের বাসিন্দা এবং শিক্ষক মঞ্জু তিরকের সঙ্গে প্রেম। শেষমেশ পারিবারিক সম্মতির ভিত্তিতে ১১ নভেম্বর আইনি বিয়ে সারলেন বার্লা। মঞ্জু বর্তমানে ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি গার্লস হাই স্কুল-এ শিক্ষিকা হিসেবে কর্মরত। জন বার্লা জানিয়েছেন, সংসার একা সামলানো কঠিন। মন ছিল, তাই নতুন সম্পর্কের পথে এগিয়ে গেছেন তিনি। রাজনীতিতে তার পরিচিতি থাকায় এই বিয়ের খবর শোনার পর উত্তরবঙ্গের রাজনৈতিক মহল থেকে বার্লাদের অনেকেই শুভেচ্ছার বার্তা জানিয়েছেন।