আমুদরিয়া নিউজ: মাত্র ৩৪ বছর বয়সে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। ছেলের এই ঐতিহাসিক জয়ে আনন্দে ভাসছেন তার মা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। মামদানির এমন জয়ে ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের চিত্র পরিচালক জোয়া আখতার। জোয়ার সেই পোস্ট নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে ছেলের জয়ে তাঁকে শুভেচ্ছা জানালেন স্বয়ং পরিচালক মীরা নায়ার। লিখলেন, ‘জোহরান ইউ বিউটি’ (জোহরান, তুমি সত্যিই সুন্দর)। আফ্রিকা মহাদেশের উগান্ডায় জন্ম হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র। তাঁর পিতা উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানি।