আমুদরিয়া নিউজ: প্রকাশ্য রাস্তায় কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! শুক্রবার পাঞ্জাবের লুধিয়ানার ঘটনা। মৃতের নাম তেজপাল সিং(২৬)। তিনি গিড্ডেরওয়ান্ডি গ্রামের বাসিন্দা ছিলেন। এদিন জাগরাওঁ অঞ্চলে ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত কাজে এসেছিলেন। সেই সময় চার দুষ্কৃতী তাদের ঘিরে ধরে। তেজপালকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরেই অভিযুক্তরা সেখান থেকে চম্পট দেয়। লুধিয়ানার এসএসপি অঙ্কুর গুপ্তা জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।