আমুদরিয়া নিউজ: পানিহাটিতে এনআরসি আতঙ্কে মৃত প্রদীপ করের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। কথা বলেন মৃতের পরিবারের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, এর বদলা তৃণমূল কংগ্রেস নিয়ে ছাড়বা। রীতিমতো হুমকি দিয়ে বলেন, “এলাকায় বিজেপির নেতারা এলে তাঁদের ঘিরে ধরবেন, পোস্টে বেঁধে রাখবেন, বলবেন বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপরে প্রচার করতে আসবি।” তিনি আরও বলেন, “বেঁধে রাখবেন, গায়ে হাত দেবেন না। আমরা কারও গায়ে হাত তোলায় বিশ্বাসী না।” পাশাপাশি তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলা থেকে একটা নাম বাদ যাবে না। আমার বুকের রক্ত দিয়ে হলেও তা রক্ষা করব।”
 
			 
					 
		 
		 
		 
		