আমুদরিয়া নিউজ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সবচেয়ে সুদর্শন পুরুষ’ বলে মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির অর্থনৈতিক বোঝাপড়া সংক্রান্ত গোষ্ঠী এপিইসি-র বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন ট্রাম্প। সেখানে ট্রাম্প বলেন, “আমরা শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করব। আমার প্রধানমন্ত্রী মোদীর প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। আমাদের মধ্য দারুণ সম্পর্ক রয়েছে।” সেই সঙ্গেই তিনি ফের দাবি করলেন, ভারত-পাক সংঘর্ষ তিনিই থামিয়েছেন। ট্রাম্প বলেন, “দুই পরমাণু শক্তিধর দেশ লড়াই করছিল একে অপরের সঙ্গে। ওরা বলছিল, না, না, না। আমাদের লড়তে দাও। ওরা শক্তিশালী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবচেয়ে সুদর্শন ব্যক্তি। উনি দুর্দান্ত। খুব মজবুত। কিন্তু কিছু সময় পরে ওরা জানিয়ে দেয় সংঘাত থামানোর কথা। বলে দেয়, আমরা আর যুদ্ধ করব না।”
 
			 
					 
		 
		 
		 
		