আমুদরিয়া নিউজ: বিহারে রোড শো চলাকালীন দুর্ঘটনার কবলে জনসূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। জানা গিয়েছে, শুক্রবার বিহারের আরায় রমনা ময়দানে জনসভা ছিল প্রশান্ত কিশোরের। তাঁর আগে একটি রোড শো ছিল জনসূরজ পার্টির। সেখানে গাড়ির গেট খুলে পা-দানিতে দাঁড়িয়ে জনগণের উদ্দেশে হাত নাড়ছিলেন তিনি। সেই সময় হঠাৎ একটি বাইক সেই পথে চলে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি সজোরে ধাক্কা মারে গাড়ির খোলা গেটে। এই ঘটনায় পাঁজরে গুরুতর আঘাত লেগেছে প্রশান্ত কিশোরের। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতাল জানিয়েছে।