আমুদরিয়া নিউজ: আমেরিকার হস্তক্ষেপে অবশেষে যুদ্ধবিরতি ভারত পাকিস্তানের। দু’দেশের তরফেই সংঘর্যবিরতির কথা জানানোর পরেই সাংবাদিক সম্মেলন করে ভারতীয় সামরিক বাহিনী। বৈঠকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভারতীয় সেনার তিন আধিকারিক সোফিয়া কুরেশি, রঘু নায়ার এবং ব্যোমিকা সিং। কর্নেল সোফিয়া কুরেশি জানিয়ে দিলেন, দেশ রক্ষায় সবসময় প্রস্তুত সেনা। পাকিস্তান ফের হামলা চালালে যোগ্য জবাব দেওয়া হবে। পাশাপাশি দুই দেশের সংঘাতে পাকিস্তানের বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাল সেনা। সেনার তরফে জানানো হয়, পাকিস্তানের একাধিক সামরিক কাঠামোর বিপুল ক্ষতি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পাক বিমানঘাঁটিগুলিও ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সেনা। এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একেস হ্যান্ডেলে পোস্ট করে জানান, সংঘর্ষবিরতি হলেও, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।
