আমুদরিয়া নিউজ: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই অবস্থায় কর্নাটকের আবাসন ও সংখ্যালঘু মন্ত্রী জামিল আহমেদ খান জানালেন, তাঁর ইচ্ছা পহেলগাঁওয়ের বদলা নিতে আত্মঘাতী বোমা নিয়ে পাকিস্তানে গিয়ে হামলা করার! সেই সঙ্গেই তাঁর দাবি, তিনি প্রমাণ করে দিতে চান, এদেশের মুসলিমদের সঙ্গে পাকিস্তানের কোনওরকম যোগ নেই।
এক সাংবাদিক সম্মেলনে জামির বলেন, ‘পাকিস্তান বরাবরই ভারতের শত্রু। যদি প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে যদি সুযোগ দেন, তবে আমি নিজেই সীমান্তে গিয়ে লড়াই করতে প্রস্তুত। যদি প্রয়োজন পড়ে মোদি, অমিত শাহ আমাকে আত্মঘাতী বোমা দেন, আমি আল্লা ও ঈশ্বরের শপথ করে বলছি শরীরে বোমা বেঁধে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করব। আমরা সবাই ভারতীয়, আমরা হিন্দুস্তানি। পাকিস্তানের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। পাকিস্তান সব সময় আমাদের শত্রু দেশ।’