আমুদরিয়া নিউজ : পার্কে বসে ছিল তরুণ তরুণী। তরুণ-তরুণীর দিকে তাকিয়ে বলল, কী হয়েছে তোর ? কোন অসুবিধা ? তরুণী বলল, আমার ঠোঁটগুলো খুব ড্রাই মনে হচ্ছে। তরুণ তখনই বলে উঠল, আমার কাছে এর উপশম আছে। কিন্তু তুই কিছু মনে না করলে বলতে পারি। তরুণী তখনই বলে উঠল, চল আমার বাড়িতে কেউ নেই। সেখানেই না হয় বলিস। তরুণ বলল, চল। এর পর তরুণীর বাড়ি গিয়ে তরুণ বলল, এই হল ভেসলিন। শুষ্ক তকের জন্য একেবার অব্যর্থ ওষুধ। ঠোঁটে লাগিয়ে রাখ। আমি তো প্রতিদিন রাতে এটাই মাখি। তরুণের ভাবগতিক দেখে তরুণী কিছুক্ষণ পরে বলে উঠল, বাড়ি যা। পড়ে আসিস আবার।
 
					 
			 
		 
		 
		 
		