আমুদরিয়া নিউজ : শরীর তাঁকে টানে না। স্বামী ছুঁতে গেলেই পালিয়ে যান দূরে। সারাদিন মগ্ন থাকেন পুজো অর্চনা নিয়ে। স্ত্রীর ঠান্ডা মনোভাবে রেগে আগুন স্বামী। ক্ষোভের বশে মন্দিরে ঢুকে তাণ্ডব চালালেন স্বামী। রাজস্থানের জয়পুরের পুনানা গ্রামের ঘটনা। স্ত্রীয়ের এই নির্লিপ্ত মনোভাবে দিন দিন ক্ষোভ জমছিল স্বামী কমলেশের মনে। বন্ধুরাও ফুট কাটতে ছাড়তো না। এমত অবস্থায় তাঁদের বৈবাহিক সম্পর্ক টিকবে কি না তা নিয়ে সংশয় দেখা দেয়। দিন কয়েক আগে মত্ত অবস্থায় এক বন্ধুকে সঙ্গী করে মন্দিরে ঢুকে ভাঙচুর চালান কমলেশ। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে।