আমুদরিয়া নিউজ: আর্থিক খরচ কমাতে দেড় লক্ষ সরকারি চাকরি ছাঁটাই এর সিদ্ধান্ত পাকিস্তানের। অর্থমন্ত্রী মহম্মদ ঔরঙ্গজেব ওই কথা জানান। এতে ৪০ টি ডিপার্টমেন্ট একসঙ্গে জুড়ে দেওয়া হবে। ফলে, কর্মী সঙ্কোচন হবে। খরচ কমবে, কাজের মান উন্নয়ন হবে বলে তাঁর দাবি। তিনি জানান, ৬০% শূন্য পদ তুলে দেওয়া হবে।
 
			 
					 
		 
		 
		 
		