আমুদরিয়া নিউজ: বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পুরনো ওয়েবসাইট বাতিল হয়ে গেল। পরিবর্তে চালু হল নতুন ওয়েবসাইট। ওয়েবসাইটটির নাম— https://ceowestbengal.wb.gov.in/ । সিইও দফতর সূত্রে খবর, এই ওয়েবসাইট থেকেই ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে। পাশাপাশি এসআইআর সংক্রান্ত কাজকর্মও হবে এই ওয়েবসাইটে। গত ২৭ সোমবার রাজ্যে এসআইআর-এর ঘোষণা হয়। মঙ্গলবার থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল রাজ্যের সিইও দফতরের ওয়েবসাইটটি। তা নিয়ে ক্ষোভও তৈরি হয়েছিল জনগণের মধ্যে। নতুন সাইটে গিয়ে জেলার নাম, বিধানসভা এবং বুথ নির্বাচন করলেই পাওয়া যাবে পুরনো ভোটার তালিকা।
 
			 
					 
		 
		 
		 
		