আমুদরিয়া নিউজ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কোর উপর আরও চাপ বাড়াল আমেরিকা। বৃহস্পতিবার রাশিয়ার বৃহত্তম দু’টি তেলশোধক সংস্থার উপর নয়া নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার এই ঘোষণা করেন মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট। তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘ইউক্রেনে ভয়াবহ এবং অর্থহীন এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পুতিন। তিনি তা বন্ধ করতে আগ্রহী নন। এর শাস্তিস্বরূপ দুই বৃহত্তম রুশ তেল সংস্থা রসনেফট এবং লুকঅয়েল-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। এই দুই তেল সংস্থা আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত। তারা পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে।’ উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট বারবার এই যুদ্ধ থামানোর চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি। কিন্তু তা-ও কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের একপ্রস্থ বৈঠকে বসার কথা ছিল ট্রাম্পের। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সময় নষ্ট করতে চান না। ট্রাম্পের কথায়, ‘‘যখনই আমি ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি, আমার সঙ্গে ওঁর ভাল ভাবেই কথা হয়। অথচ সেই আলোচনা ফলপ্রসূ হয় না। ওর সঙ্গে কথা বলে লাভ নেই।’’ তবে ট্রাম্প প্রশাসন এও জানিয়েছে, রাশিয়া যদি যুদ্ধবিরতিতে রাজি হয়, তবে সব নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করে নেওয়া হবে।