আমুদরিয়া নিউজ : তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা ও বলিউড সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে বিয়ের দিনই হঠাৎ বাতিল হয়ে যায়। প্রথমে জানা যায়, স্মৃতির বাবার হার্ট অ্যাটাকের কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সামনে আসে নতুন তথ্য। স্মৃতি নিজের সোশ্যাল মিডিয়া থেকে এনগেজমেন্টের ছবি মুছে ফেলেন। এরপর ফাঁস হয় পলাশ ও স্মৃতির ঘনিষ্ঠ বন্ধু মেরি ডিকোস্তার ‘ফ্লার্টি’ চ্যাট। জানা যায়, বিয়ের কয়েক দিন আগে এক মহিলাকে চুম্বন করতে দেখা গিয়েছিল পলাশকে। সংগীতের রিহার্সালেও তাঁকে মেরির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এসব নিয়ে স্মৃতির বাবার সঙ্গে তুমুল তর্ক হয় পলাশের। এরপরই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। যদিও দুই পরিবারই এ বিষয়ে এখনো কিছু জানায়নি, সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে। তবে এই খবরের সত্যতা যাচাই করেনি আমুদরিয়া।