আমুদরিয়া নিউজ : এবার বাংলাদেশে রেল ধর্মঘট শুরু হয়েছে। সোমবার মাঝরাতে সে দেশের রেলকর্মীরা বেতন ও অবসরকালীন ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন। তাঁদের মূল দাবি, বেতন ও অবসরকালীন সুযোগ সুবিধা বাড়াতে হবে। ফলে, সে দেশে রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।
অন্তর্বর্তী সরকার অবশ্য পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।