আমুদরিয়া নিউজ: এবার মাঝ আকাশেই এয়ার ইন্ডিয়ার বিমানে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ১১ জন যাত্রী ও বিমানকর্মী। জানা গিয়েছে, সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। বিমান কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মাঝ-আকাশে মাটি থেকে প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় আচমকা অসুস্থ হয়ে পড়েন পাঁচ জন যাত্রী। সঙ্গে ছ’জন বিমানকর্মীও অসুস্থ বোধ করতে শুরু করেন। তাঁদের মধ্যে এক জন জ্ঞান হারিয়ে পড়ে যান। বাকিদেরও মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং বমির মতো উপসর্গ দেখা দেয়। ওই অবস্থাতেই কোনও মতে বিমানটি মুম্বই পৌঁছোয়। অবতরণের পরেই বিমান সংস্থার মেডিক্যাল টিম তাদের প্রাথমিক চিকিৎসা করে। পরে সুস্থ থাকায় সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পাশাপাশি গোটা বিষয়টি সম্পর্কে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থাকেও (ডিজিসিএ) তারা জানিয়েছে।
