আমুদরিয়া নিউজ : একতা কাপুর প্রযোজিত গন্ধি বাত ওয়েব সিরিজে নাবালিকাদের দিয়ে আপত্তিকর দৃশ্য করানো ও মাদক সেবনের অভিনয় করানো হয়েছে। এই অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তাতে অস্বস্তিতে পড়েছেন একতা এবং তাঁর সহ-প্রযোজক মা শোভা কাপুর। সে জন্য একতা এবং শোভার বিরুদ্ধে পকসো আইনের ১৩ এবং ১৫ ধারায় মামলা দায়ের করা হয়। গত ২২ অক্টোবর বালাজির দুই কর্ণধারকে ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশ। আগামীকাল, ২৪ অক্টোবরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁদের। তবে একতা কাপুরের দাবি, তাঁরা আইন বিরোধী কিছু কাজ করেন না।