আমুদরিয়া নিউজ: এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় বুধবার দুপুরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী। একাদশ এবং দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত দু’জনের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজ সেই মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন জানান তৃণমূল নেতা এবং কন্যা অঙ্কিতা। উল্লেখ্য, এসএসসি-র প্রকাশিত ‘দাগি অযোগ্য’ তালিকায় ১০৪ নম্বরে নাম রয়েছে প্রাক্তন মন্ত্রীর কন্যার। বেআইনি নিয়োগের অভিযোগে ২০২২ সালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারান অঙ্কিতা। অন্যদিকে, এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন আপ্তসহায়ক সুকান্ত আচার্য। তাঁদের সঙ্গে এদিন আদালতে আত্মসমর্পণ করেছেন এসএসসি কর্তা ও আধিকারিক সমরজিৎ আচার্য ও পর্ণা বসু। তাঁদের বিরুদ্ধেও আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই।
