আমুদরিয়া নিউজ: পহেলগাঁও কাণ্ডে জড়িত তিন পাকিস্তানি জঙ্গির ছবি ছাপিয়ে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সর্বত্র পোস্টার দিল পুলিশ। শুধু তা-ই নয়, জঙ্গিদের হদিস দিতে পারলে ২০ লক্ষ নগদ টাকা পুরস্কারও দেওয়া হবে বলে পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, শোপিয়ান জেলার বিভিন্ন স্থানে এই পোস্টার লাগিয়েছে জম্মু ও কাশ্মীরের পুলিশ। জড়িত জঙ্গিদের সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য প্রদানকারীকে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখারও আশ্বাস দেওয়া হয়েছে। ২২ এপ্রিল পহেলগাঁও শহর থেকে প্রায় ছয় কিমি দূরে অবস্থিত বৈসরন উপত্যকায় ২৬ জনকে নৃশংস ভাবে হত্যা করে জঙ্গিরা। হামলাকারী জঙ্গিরা এখনও অধরা। তাদের খোঁজে উপত্যকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। এবার পোস্টার ছাপিয়ে পুরস্কার ঘোষণা করল পুলিশ।
