আমুদরিয়া নিউজ: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত। পঞ্চম দিনে ভারতের জিততে দরকার ছিল ৫৮ রান। হাতে ছিল ন’উইকেট। ক্রিজে ছিলেন সাই সুদর্শন এবং রাহুল। সুদর্শন আউট হন ৩৯ রান করে। চার নম্বরে নেমে শুভমান চালিয়ে খেলতে গিয়ে আউট হন ১৩ রান করে। তবে এদিন ৫৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাহুল। দিল্লিতে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রানে ডিক্লেয়ার করে ভারত। জবাবে ২৪৮ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ়কে ফলো-অন করায় ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ভারতকে ১২১ রানের টার্গেট দেন তারা। সাত উইকেট বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের দেওয়া টার্গেট তুলে দিয়ে সিরিজ জিতে ২-০ জিতে নিল ভারত। এটি টেস্ট অধিনায়ক হিসাবে শুভমানের প্রথম সিরিজ় জয়।