আমুদরিয়া নিউজ: দিনকয়েক আগেই ভারী বৃষ্টিপাত এবং বন্যার জেরে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল টেক্সাসে। মৃত্যু হয়েছিল বহু মানুষের। এখনও সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তার মধ্যেই আমেরিকার আরও দুই শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার উত্তর-পূর্ব এবং মধ্য-আটলান্টিকের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়। তার ফলে জলের তলায় চলে গিয়েছে নিউ ইয়র্কের একাধিক রাস্তা, মেট্রো স্টেশন, পেট্রল পাম্প ইত্যাদি। বাতিল করা হয়েছে বহু বিমান। আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যেই নিউ ইয়র্কের ম্যানহাটন, ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স এবং স্টেটেন দ্বীপে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। একই পরিস্থিতি নিউ জার্সির। ভারী বৃষ্টিপাতের জেরে সেখানে জারি হয়েছে জরুরি অবস্থা। সেখানকার গভর্নর ফিল মারফি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘খুব প্রয়োজন না পড়লে আপাতত কেউ বাড়ির বাইরে বেরোবেন না।’
