আমুদরিয়া নিউজ: মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পায় বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের ডোডা। মঙ্গলবার দুপুরে এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চার জনের। অনেকে এখনও নিখোঁজ। ভেসে গিয়েছে বহু ঘর-বাড়ি। মঙ্গলবার জম্মুর কাঠুয়া, সাম্বা, ডোডা, রামবান এবং কিশ্তওয়াড়-সহ বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছিল। এর পরেই মেঘভাঙা বৃষ্টি হয় ডোডায়। কিছু ক্ষণের মধ্যে হড়পা বানও আসে। প্রবল বর্ষণের পর ভূমিধসের আশঙ্কায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সাময়িক ভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে জম্মু বিভাগের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল। সম্প্রতি কিস্তওয়ারে মেঘভাঙা বৃষ্টির জেরে বড়সড় বিপর্যয় ঘটেছে। ওই ঘটনায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়।
