আমুদরিয়া নিউজ :বিমানে বোমা আছে, এমন হুমকির জেরে কানাডার ৬টি বিমানবন্দরের উড়ান চলাচল বন্ধ হয়ে যায় বুধবার থেকেই। পুলিশ ও গোয়েন্দা বাহিনী তদন্তে নামে। কল রেকর্ড পরীক্ষা করা হয়। বিমানবন্দরে তল্লাশি চলে। পরে গোয়েন্দারা নিশ্চিত হন, মিথ্যে হুমকি দেওয়া হয়েছে। এর পরে বৃহস্পতিবার থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে কানাডায়।
অটোয়া, মন্ট্রিল, এডমন্টন, উইনিপেগ, ক্যালগারি এবং ভ্যাঙ্কুভারের বিমানবন্দরে এর প্রভাব পড়ে।

বোমা হুমকিতে বিপর্যস্ত কানাডার উড়ান ছন্দে ফিরল
Leave a Comment