আমুদরিয়া নিউজ: আইএমএফের পর এবার পাকিস্তানকে অর্থসাহায্য এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)-এ। ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও প্রায় ৮০ কোটি ডলার বা ৬ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে আন্তর্জাতিক এই সংস্থার তরফে। পাক বিদেশমন্ত্রীর পরামর্শদাতা খুররম শেহজ়াদ সমাজমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। এডিবির আঞ্চলিক প্রধান এম্মা ফ্যান বলেন, পাক অর্থনীতির উন্নতি ও জনগণের আর্থিক উন্নতির স্বার্থে এই বরাদ্দ করা হয়েছে। এডিবি একটি আঞ্চলিক উন্নয়নমূলক ব্যাঙ্ক, যা এশিয়ার বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কাজ করে। এর সদর দফতর রয়েছে ফিলিপিন্সে। এ ছাড়া বিশ্বের নানা প্রান্তে এডিবি-র মোট ৩১টি দফতর রয়েছে। এর আগে গত মাসেই আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের কাছ থেকে ১ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৮৫০০ কোটি টাকার অনুদান পেয়েছিল পাকিস্তান।
