আমুদরিয়া নিউজ : বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। তবে এ বৃষ্টির রঙ টকটকে লাল। সমুদ্র সৈকত ভেসে যাচ্ছে লাল রঙে। সম্প্রতি এক ট্যুর গাইড এমনই একটি বৃষ্টির ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। ঘটনাটি ঘটেছে ইরানের হরমুজ দ্বীপ। হরমুজকে স্থানীয়রা ‘রেড বিচ’ বলে থাকেন। হরমুজ দ্বীপের মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ অত্যন্ত বেশি। সেখানে কয়েকদিনের টানা রক্তবৃষ্টির ফলে সৈকতের লাল রঙ আরও গাঢ় দেখায়।
 
			 
					 
		 
		 
		 
		