আমুদরিয়া নিউজ : আম আদমি পার্টি একটি আসনও জিততে পারেনি হরিয়ানা থেকে। কিন্তু, তারা জম্মু কাশ্মীরে একজন বিধায়ক পেয়েছে। ডোডা বিধানসভা থেকে আপ প্রাথী মেহরাজ মালিক জিতেছেন। তিনি বিজেপি প্রার্থীকে হারিয়েছেন। জিতেছেন ৪৫৩৮ টি ভোটে। সেই প্রার্থীকে ভিডিও কল করে অভিনন্দন জানান আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
