আমুদরিয়া নিউজ : বড়দিনের সকালে দিল্লিতে সংসদ ভবনের মূল গেটের সামনে গাযে আগুন ধরিযে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। তাঁর শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করায় পুলিশ। পার্লামেন্টের সামনের মূল গেটটি সব সময় বন্ধই থাকে। তার উল্টোদিকে একটি পার্ক রয়েছে। সেখান আচমকা জলন্ত অবস্থায় ওই ব্যক্তি এসে গেটের সামনে আছড়ে পড়েন। পুলিশ হকচকিয়ে যায়। জনতা ও পুলিশ মিলে কোনমতে আগুন নেভায়। তার পরে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। তাঁর কাছ থেকেই উদ্ধার হয়েছে কাগজ। তাঁর কাছে কিছু পোস্টারও ছিল। তা পুলিশ খতিয়ে দেখছে।
 
					 
			 
		 
		 
		 
		