আমুদরিয়া নিউজ : ঘুমানোর প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রায় ৯ লক্ষ টাকা আয় করলেন বেঙ্গালুরুর সাইশ্বরী পাটিল। যিনি একজন ব্যাঙ্কারও। প্রতিযোগিতার আয়োজক ওয়েক ফিট। নাম ছিল স্লিপ ইন্টার্নশিপ প্রতিযোগিতা। সেখানে অংশ নিয়ে স্লিপ চ্যাম্পিয়ন হয়েছেন সাইশ্বরী। ঠিকঠাক ঘুমানোর জন্য মানুষকে উৎসাহিত করতেই ওই আয়োজন করা হয়।
