আমুদরিয়া নিউজ : কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া রাজ্যের নেতৃত্ব পরিবর্তন নিয়ে গুঞ্জন স্পষ্টভাবে উড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার তিনি বলেন, কংগ্রেসে নেতৃত্ব নিয়ে কোনো বিভ্রান্তি নেই এবং দলীয় হাই কমান্ড যে সিদ্ধান্ত নেবে, তিনি তা মেনে চলবেন। বিমানবন্দরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্ধারামাইয়া জানান, ওই বৈঠকে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। রাহুল গান্ধী তামিলনাড়ুর গুডালুরে যাচ্ছেন উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, পরে তাঁকে আবার বিদায় জানাতে বিমানবন্দরে আসবেন।