আমুদরিয়া নিউজ : রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে তে রুতুরাজ গায়কোয়াড় ও বিরাট কোহলির দুরন্ত শতরান এবং শেষে কে এল রাহুলের অপরাজিত অর্ধশতরানের উপর ভর করে ভারত ৫ উইকেটে ৩৫৮ রান তোলে। রুতুরাজ করেন ১২ বাউন্ডারি ও ২ ছক্কায় ১০৫, কোহলি করেন ১০২ রান। দু’জন মিলে গড়েন ১৯৫ রানের বড় জুটি। রাহুল শেষে ৪৩ বলে অপরাজিত ৬৬ রান যোগ করেন। আগের ম্যাচ জেতায় আজ জয় পেলে সিরিজ পকেটে নেবে ভারত।