আমুদরিয়া নিউজ : পাকিস্তানের যুদ্ধবিমান কোস্ট প্রদেশে একটি বড়সড় হামলা চালিয়েছে। সেই হামলায় অন্তত ১০ জন সাধারণ মানুষ মারা গিয়েছেন। আফগানিস্তানের তালিবান সরকার একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে। মৃতদের মধ্যে ৯ জনই শিশু এবং একজন মহিলা। স্থানীয় প্রশাসনের দাবি, হামলার সময় একটি পরিবার নিজেদের বাড়িতেই ছিল। হঠাৎ বিস্ফোরণে গোটা বাড়ি ভেঙে পড়ে এবং সবাই মারা যান। তালিবান আরও জানিয়েছে, কুনার ও পক্তিকা প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের সীমান্তে সংঘর্ষ, গুলি চালানো এবং পারস্পরিক অভিযোগের ঘটনা চলছে। নতুন এই হামলার পর আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তান আন্তর্জাতিক নিয়ম ভেঙে সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে। পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।