আমুদরিয়া নিউজ: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ ধীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা। ‘মহাভারত’-এ কর্ণ চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকের হৃদয়ে গাঁথা। অজস্র হিন্দি ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ। ‘সোলজার’, ‘জ়মিন’, ‘আন্দাজ়’, ‘টারজ়ান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো বহু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কাজ করেছেন হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজ়েও। ‘চন্দ্রকান্তা’, ‘যুগ’, ‘দেব কা দেব মহাদেব’ ধারাবাহিককে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। অভিনেতার মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া। আজই মুম্বইতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।