আমুদরিয়া নিউজ: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে জুতো ছুড়ে মারার চেষ্টা এক আইনজীবীর। প্রধান বিচারপতির এক মন্তব্যে সনাতন ধর্মের অপমান হয়েছে এই অভিযোগে জুতো ছোড়ার চেষ্টা হয়েছে বলে সূত্রের খবর। সোমবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন এই ঘটনা ঘটে। হকচকিয়ে যান এজলাসে উপস্থিত সকলেই। দ্রুত পদক্ষেপ করেন সুপ্রিম কোর্টের নিরাপত্তারক্ষীরা। হামলকারী আইনজীবীকে ধরে বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁকে যখন বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চিৎকার করে স্লোগান দিচ্ছিলেন ওই ব্যক্তি। তিনি বলছিলেন, “সনাতন ধর্মের অপমান সহ্য করব না।” যদিও এত কিছুর পরেও প্রধান বিচারপতি এজলাসে উপস্থিত আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “এই সব দেখে বিভ্রান্ত হবেন না। আমরা বিভ্রান্ত নই। এ সব ঘটনা আমার উপর প্রভাব ফেলতে পারে না।” রাকেশ কিশোর নামে ওই আইনজীবীকে হেফাজতে নিয়েছে পুলিশ।