আমুদরিয়া নিউজ: রাঁচির লজে পড়ুয়া সেজে লুকিয়েছিল সন্দেহভাজন ISIS জঙ্গি, গ্রেপ্তার করল পুলিশ। রাঁচি শহরের লোয়ার বাজার থানার অন্তর্গত ইসলামনগর এলাকার একটি ট্যুরিস্ট লজে সরকারি চাকরির পরীক্ষার্থী সেজে লুকিয়ে ছিল আসহার দানিশ। আদতে আইএসআইএস জঙ্গি সংগঠনের জন্য লুকিয়ে বোমা বানানোর কাজ করছিল সে। এমনটাই দাবি দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং ঝাড়খণ্ড এটিএসের আধিকারিকদের৷ গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন জঙ্গিকে। ধৃতের কাছ থেকে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এছাড়াও বারুদ, পটাশিয়াম নাইট্রেট এবং দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।