আমুদরিয়া নিউজ: লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কিংবদন্তি গায়ক মহম্মদ রফির ছেলে শাহিদ রফি। শাহিদের দাবি, দীর্ঘ সঙ্গীতজীবনে কখনও কাজের জন্য কারও কাছে হাত পাতেননি তাঁর বাবা। অথচ, তাঁর সহকর্মীরা অনেক সময়ে তাঁকে বিপথে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে ঈর্ষা ও নিরাপত্তাহীনতার কারণে ইচ্ছে করেই রফির কেরিয়ার ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রখ্যাত গায়কের পুত্র জানিয়েছেন, “আমার বাবার তাঁর সমসাময়িক কোনও গায়কদের সঙ্গে কোনও সমস্যা ছিল না। কিন্তু নারীদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল। তাঁরা ঈর্ষা করতেন মহম্মদ রফিকে, কারণ রফি সাহেব তাঁদের উপরে ছিলেন। মানুষ তাঁকে এক নম্বর গায়ক হিসাবে সম্মান দিচ্ছিল তখন, আর এটাই তাঁরা মেনে নিতে পারছিলেন না।”