আমুদরিয়া নিউজ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেতা আশিস কাপুর। অভিনেতাকে পুণে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে ইনস্টাগ্রামের মাধ্যমে ওই মহিলার সঙ্গে যোগাযোগ হয়েছিল আশিসের। গত ২ আগস্ট তাঁকে দিল্লিতে একটি হাউসপার্টি চলাকালীন শৌচালয়ের মধ্যে বন্ধ করে তাঁর উপর নির্যাতন চালান অভিনেতা। ১১ আগস্ট অভিনেতা আশিস কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। এদিকে, এফআইআর দায়ের হতেই আশিসের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। প্রথমে পুলিশ তাঁকে গোয়াতে খুঁজে পেয়েছিল। কিন্তু সুযোগ বুঝে সেখানে থেকে পালিয়ে যান অভিনেতা। এরপর পুনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ আশিস। ‘লভ ম্যারেজ ইয়া অ্যারেঞ্জড ম্যারেজ’, ‘চাঁদ ছুপা বাদল মেঁ’, ‘বন্দিনী’র সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।