আমুদরিয়া নিউজ: গত শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের তালিকা সামনে এনেছে স্কুল সার্ভিস কমিশন। সেখানে একাধিক শাসক নেতা এবং শাসক ঘনিষ্ঠের নাম রয়েছে। চাকরি চুরির দুর্নীতিতে দলের নেতাদের হয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে কান ধরে ওঠবস করলেন পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী পার্থসারথি মাইতি! তাঁর অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে জড়িত জেলার তৃণমূল নেতৃত্বের একাংশ। জড়িত রাজ্যের বিরোধী দলনেতাও। অথচ দলের নেতারা সব জেনেও চুপ! তাই তাঁদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছেন তিনি। নিজের সমাজমাধ্যমে পোস্টও করলেন সেই ভিডিয়ো। ভিডিয়োয় পার্থকে বলতে শোনা যাচ্ছে, “আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সমস্ত নেতা টাকা নেওয়ার পরেও মুখ খুলছেন না এবং বিরোধী দলনেতা শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছেন, তার একমাত্র কারণ আমাদের নেতৃত্বের মুখ না খোলা। তাঁদের হয়ে মানুষের কাছে আমি ক্ষমা চাইছি।’’ সম্প্রতি বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে পার্থসারথি বলেছিলেন, “চাকরি চুরির ঘটনায় চেয়ে বেশি দুর্নীতি করেছে শুভেন্দু। আজ সে-ই নন্দীগ্রামে বড় বড় কথা বলছে।” তিনি দাবি করেন, ২০১৬ সালের এসএসসি প্যানেলের সময় শুভেন্দুই ছিলেন আসল ‘দুর্নীতির মাস্টারমাইন্ড’। পার্থের মতে, দলেরই একাংশ এখন নিজেদের গদি বাঁচাতে তাঁরা সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও শুভেন্দুকে আড়াল করছেন।
