আমুদরিয়া নিউজ: ভারতের জন্যই এখনও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত চলছে। সম্প্রতি এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাভারো বলেন, “ভারতের মদতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। নয়াদিল্লি মস্কোর থেকে কম দামে জ্বালানি তেল কেনে। এর মাধ্যমে ভারত যুদ্ধ চালাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই সাহায্য করছে।” পিটারের কথায়, “এটা মোদির যুদ্ধ। ভারত চাইলেই শান্তি ফেরাতে পারে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে কালই ভারতের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক মুকুব করা হবে।” তিনি আরও বলেন, “আমার এটাই বিরক্ত লাগছে যে ভারতীয়রা খুব অহংকারী। তারা বলছে, এটা আমাদের সার্বভৌমত্ব। যার কাছ থেকে ইচ্ছা আমরা তেল কিনতে পারি। আমি হতবাক। কারণ, মোদি একজন মহান নেতা। একটি পরিণত গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কিনে পুতিনের যুদ্ধের মেশিনে ঘি যোগাচ্ছে।” প্রসঙ্গত এই প্রথমবার নয়। এর আগেও ভারতকে ‘শুল্কের মহারাজা’ বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা।
