আমুদরিয়া নিউজ: ২৬ হাজার চাকরি বাতিল মামলায় দায়ের করা সমস্ত রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ পুনর্বিবেচনার আর্জি খারিজ করে সাফ জানায়, ‘এই মামলার গ্রহণযোগ্যতা নেই’। নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে চলতি বছরের এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির গোটা নিয়োগ প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ফলে চাকরিহারা হয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, চাকরিহারা-সহ বিভিন্ন পক্ষ। ৫ অগস্ট সেই শুনানি শেষ হয়। বিচারপতিদের চেম্বারেই চলে শুনানি। দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দিলেন, আদালতে শুনানির দরকার নেই। তারা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল। এর অর্থ আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের।
