আমুদরিয়া নিউজ: প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। জানা গিয়েছে দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সোমবার থাণের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। ১৯৮০ সালের শেষের দিকে অভিনয় জগতে পা রাখেন অচ্যুত। তবে তার আগে ভারতীয় সেনাবাহিনিতে কর্মরত ছিলেন অচ্যুৎ। পরবর্তীতে টেলিভিশনের দৌলতে অভিনয়জগতে পা রাখা। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ফিল্মি কেরিয়ারে ১২৫টি সিনেমায় অভিনয় করেছেন। তালিকায় রয়েছে ‘আক্রোশ’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘দিলওয়ালে’ থেকে ‘দাবাং ২’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘পরিণীতা’-সহ একগুচ্ছ ছবি। তবে রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়ট্স’ তাঁর অভিনয়জীবনের অন্যতম একটি ছবি। হিন্দি ছাড়াও বেশ কিছু মরাঠি ছবিতেও অভিনয় করেছেন তিনি। টেলিভিশনেও ‘ভারত এক খোজ’, ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘প্রধানমন্ত্রী’, ‘আসলে জনম মোহে বিটিয়া হাই কিজো’, ‘আহত’ এবং ‘মাঝা হশিল না’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও কাজ করেছেন। অভিনেতার মৃত্যুতে বিনোদনজগতে শোকের ছায়া। আজই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।