আমুদরিয়া নিউজ: নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত পাইলট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রুস্তম ভাগওয়াগার। গত এপ্রিল মাসে আমেরিকায় এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমে সম্প্রতি মূল অভিযুক্ত হিসাবে রুস্তমকে চিহ্নিত করে পুলিশ। সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত রবিবার ‘ডেলটা এয়ারলাইন্স’-এর একটি বিমান মিনিয়াপোলিস থেকে সান ফ্রান্সিসকোয় পৌঁছায়। ওই বিমানের অন্যতম পাইলট ছিলেন রুস্তম। সান ফ্রান্সিসকো বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত ছিলেন তদন্তকারীরা। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে ওই পাইলটকে গ্রেফতার করা হয়। ঘটনার পরে ‘ডেলটা এয়ারলাইন্স’-ও একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, কোনও ধরনের অপরাধমূলক কাজকর্ম তারা বরদাস্ত করে না। অভিযুক্ত ব্যক্তিকে সাসপেন্ড করা হচ্ছে।
