আমুদরিয়া নিউজ: স্ত্রীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চুরি-ছিনতাই করা শুরু করেছিলেন বিবিএ পাশ যুবক। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম তরুণ পারেক। তিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা। বিবিএ পাশ করার পর একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। একমাস আগেই বিয়ে হয় তাঁর। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তরুণের স্ত্রী বিলাসী জীবনযাপন করতে চেয়েছিলেন। শখ মেটাতে সদ্য বিবাহিত স্বামীর কাছে টাকার জন্য চাপ দিতে থাকেন তিনি। চাকরির টাকায় স্ত্রীর ওই সব দাবি পূরণ করতে অক্ষম ছিলেন তরুণ। সেই কারণেই বিয়ের কিছু দিনের মধ্যে তাঁকে চাকরি ছেড়ে চুরির পেশা ধরতে হয়। সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তরুণের নাম জানতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে তরুণকে চিহ্নিত করে। এরপর শুক্রবার তরুণকে গ্রেপ্তার করা হয়।